• নাম দিয়ে জমির মালিকানা
  • দাগ নং ও খতিয়ানে তথ্য চেক
  • জমি খারিজ চেক
  • মৌজা ম্যাপ অনুসন্ধান
  • ই পর্চা কি ও কত প্রকার
  • খতিয়ান কি ও কত প্রকার
  • জমির খাজনা চেক
  • খাজনা কত টাকা শতক
  • অনলাইনে খাজনা পরিশোধ
  • জমি রেজিস্ট্রি খরচ
  • খাজনা রশিদ ডাউনলোড
  • নামজারি করতে কত টাকা লাগে
  • বাবার সম্পত্তি ভাগের নিয়ম
  • মায়ের সম্পত্তি ভাগের নিয়ম
  • মৃত ভাইয়ের সম্পত্তি ভাগ
  • জমির পরিমাপ শতাংশ হিসাব

EporchaBD – Eporcha Gov BD

Eporcha-BD হলো বাংলাদেশের ভূমি সেবা সম্পর্কিত একটি তথ্যসেবা মূলক ব্লগ সাইট। এখান থেকে ই পর্চা, খতিয়ান অনুসন্ধান, নামজারি খতিয়ান, পর্চা ডাউনলোড, ভূমি উন্নয়ন কর সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন। এটি কোন অফিসিয়াল সাইট নয়।

ভূমি সম্পর্কিত সহায়তার জন্য

কল করুন

১৬১২২

অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য
grs@cabinet.gov.bd

Eporcha কি?

Eporcha বলতে electronic porcha কে বুঝানো হয়। ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বাংলাদেশের নাগরিকদেরকে ভূমি রেকর্ড ও ম্যাপ সংক্রান্ত সেবা সরবরাহ করাকেই Eporcha বা ই পর্চা বলা হয়ে থাকে। 

E porcha কি কি কাজে লাগে?

বর্তমানে বাংলাদেশের প্রায় সকল প্রকার জমি সংক্রান্ত কার্যক্রমেই e porcha অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। যেসকল কাজে আপনার এই ডকুমেন্টটি প্রয়োজন হবে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ

  • জমির মালিকানার তথ্য জানতে
  • জমির পরিমাণ নির্ধারণ 
  • কোন জমির সীমানা নির্ধারণ 
  • পারিবারিক সম্পত্তির বন্টন 
  • জমি বেচা-কেনা করা বা রেজিস্ট্রি
  • কোন জমি নামজারি করতে 
  • ভূমি উন্নয়ন কর (খাজনা) নির্ধারণে 
  • জমির ঠিকানা, দাগ নম্বর ও খতিয়ান নম্বর জানা ইত্যাদি 

এছাড়াও আরো বহু কাজে e porcha (ই পর্চা) প্রয়োজন হয়। হাতে লেখা পর্চার থেকে ই-পর্চা টি সর্বখানেই অধিক গ্রহণযোগ্য।

eporcha gov bd খতিয়ান অনুসন্ধান

এটি করতে,

  • dlrms.land.gov.bd সাইটে ভিজিট করুন
  • সার্ভে খতিয়ানের বিভাগ>জেলা>উপজেলা সিলেক্ট করুন
  • খতিয়ানের ধরন ও মৌজার নাম সিলেক্ট করুন
  • তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে ২ বার ক্লিক করুন
  • নতুন পেজে Eporcha gov bd খতিয়ানের তথ্য দেখাবে
eporcha gov bd খতিয়ান অনুসন্ধান

এভাবে খতিয়ান না পেলে, টেবিলের সর্বশেষ ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন। যদি তারপরও না পান, কিংবা খতিয়ান নং জানা না থাকে, তাহলে নিচের অধিকতর অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন। শেষে জমির মালিকানার নাম/ দাগ নম্বর লিখে খুজলেই আপনার খতিয়ানটি পেতে পারেন।

e porcha gov bd এর সেবা সমূহ কি কি?

আগে eporcha.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই পর্চা, খতিয়ান অনুসন্ধান, নামজারি চেক ইত্যাদি সুবিধা পাওয়া যেত। বর্তমানে এই ওয়েবসাইট পরিবর্তন করে dlrms land gov bd করা হয়েছে। এখন থেকে dlrms.land.gov.bd এর সেবা সমূহ হবেঃ

  • খতিয়ান অনুসন্ধান করা 
  • মৌজা ম্যাপ অনুসন্ধান করা
  • খতিয়ানের অনলাইন/ সার্টিফাইড কপির আবেদন করা 
  • মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করা
  • খতিয়ান আবেদনের অবস্থা জানা
  • ই পর্চা খতিয়ান অনুসন্ধান সম্পর্কিত নির্দেশিকা জানা ইত্যাদি

এখানে আপনি প্রায় সকল প্রকার খতিয়ান/ জমির রেকর্ড/ পর্চার তথ্য চেক করতে পারবেন। এখানে যে সকল খতিয়ান অনুসন্ধান করা যাবে সেগুলো হলোঃ

  • বি আর এস খতিয়ান 
  • আর এস খতিয়ান/ আর এস পর্চা
  • এস এ খতিয়ান 
  • সি এস খতিয়ান 
  • বি এস খতিয়ান
  • ই নামজারি খতিয়ান
  • পেটি খতিয়ান 
  • দিয়ারা খতিয়ান 

এ সকল খতিয়ানের তথ্য উক্ত ওয়েবসাইট থেকে অনুসন্ধান/ যাচাই করে আবার অনলাইন কপি/ সার্টিফাইড কপির জন্য আবেদনও করতে পারবেন। ১০০ টাকা ফি জমা দিয়ে আবেদন করলে নির্ধারিত তারিখের মধ্যে আপনার দেওয়া ঠিকানায় সেই কপিটি সংগ্রহ করা যাবে।

mutation.land.gov.bd
land tax - ভূমি উন্নয়ন কর
land record and map
land gov bd ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল
Lease and settlemen land.gov.bd
dlrms land gov bd -Land tenure and management
eporcha gov bd - Land Revenue Cases
land gov bd - Land Information Bank

Eporcha Related Posts

No posts

ই খতিয়ান যাচাই করতে কি কি লাগে?

E porcha gov BD খতিয়ান অনুসন্ধান করতে আপনার প্রয়োজন হবেঃ

  • জমির ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার নাম
  • খতিয়ান নম্বর 
  • দাগ নম্বর/ ভোগ-দখলকারী মালিকের নাম
  • যেই খতিয়ান যাচাই করতে চান, তার ধরন (BRS, RS, CS, BS, SA)

এগুলো থাকলে অনলাইনে আপনার জমির খতিয়ান যাচাই করে নিতে পারবেন।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান (E-porcha)

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে, dlrms.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে সার্ভে খতিয়ান সিলেক্ট রাখুন। তারপর জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা নং সিলেক্ট করলেই সর্বশেষ ঘরে খতিয়ানের তালিকা পাবেন। সেখান থেকে আপনার ক্ষতি আমি দুইবার ক্লিক করলেই নতুন পেজে বিস্তারিত তথ্য দেখাবে।

এভাবে অনলাইনে খতিয়ান অনুসন্ধান করা খুবই সহজ একটি কাজ। খতিয়ান সম্পর্কিত কার্যক্রম অনলাইন ভিত্তিক করাতে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য ব্যাপক সুবিধার উন্মোচন হয়েছে। এর ফলে ঘরে বসেই কোন তৃতীয়পক্ষের শরণাপন্ন না হয়ে পর্চা/ খতিয়ানের কপি হাতে পাওয়া যায়।

খতিয়ান অনুসন্ধানের এই প্রক্রিয়াটি আরো বিস্তারিতভাবে ধাপে ধাপে নিচে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হলোঃ

ধাপ ১ – Dlrms land gov bd ভিজিট করুন

অনলাইনে জমির খতিয়ানের তথ্য চেক করার জন্য, সর্বপ্রথম আপনাকে land gov bd ওয়েবসাইটের ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা সম্পর্কিত পেজে যেতে হবে। এর জন্য সরাসরি ভিজিট করতে পারেন এই লিংকে – dlrms.land.gov.bd.

dlrms land gov bd

এবার মূল পেজে সার্ভে খতিয়ান ক্যাটাগরি সিলেক্ট করা থাকবে। এই সার্ভে খতিয়ানের আওতায় আপনি বি আর এস, আর এস, এস এ, সি এস, পেটি, দিয়ারা খতিয়ান চেক করতে পারবেন। আর নামজারি খতিয়ান চেক করতে চাইলে, নামজারি ক্যাটাগরি সিলেক্ট করবেন।

ধাপ ২ – ঠিকানার তথ্যপূরন

এবার টেবিল থেকে জমির অবস্থানের ঠিকানার তথ্য যেমন- বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করতে হবে। প্রথমে একটি সিলেক্ট করলে পরেরটির অপশন গুলো দেখাবে। এখানে একে একে সবগুলো পূরন করুন।

সার্ভে খতিয়ান অনুসন্ধান

ধাপ ৩ – খতিয়ানের ধরন নির্বাচন

টেবিলের ৪র্থ ঘরে খতিয়ানের ধরন বা সার্ভে টাইপ সিলেক্ট করবেন। আপনি যেই খতিয়ান অনুসন্ধান করতে চান, (যেমন – বি আর এস/ আর এস/ এস এ/ সি এস/ পেটি/ দিয়ারা) সেটি এখান থেকে সিলেক্ট করবেন।

ধাপ ৪ – মৌজা নির্বাচন

ভূমি রেকর্ড প্রস্তুত করার জন্য একটি নির্দিষ্ট এলাকা নিয়ে জরিপ পরিচালনা করা হয়, একে মৌজা বলে। এখানে আপনার জমির অবস্থান অনুযায়ী মৌজা সিলেক্ট করবেন। মৌজার নাম তালিকাতে খুজে না পেলে, উপরের খালিঘরে মৌজা নং লিখে খুজুন।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান eporcha gov bd - land gov bd

ধাপ ৫ – ই পর্চা খতিয়ান অনুসন্ধান

মৌজা সিলেক্ট করার পর, সেই মৌজার আওতাভুক্ত সকল খতিয়ান গুলো সর্বশেষ ঘরে তালিকা আকারে দেখতে পাবেন। সেখানে আপনার প্রয়োজনীয় খতিয়ান টিতে একসাথে ২ বার ক্লিক করলেই বিস্তারিত তথ্য পেজ আসবে।

অনলাইন ই পর্চা - ই পর্চা রেকর্ড চেক

(বিঃদ্রঃ এখানে তালিকাতে আপনার খতিয়ান না পেলে, উপরের খালিঘরে খতিয়ান নং লিখে খুজুন। অথবা, নিচের ‘অধিকতর অনুসন্ধান’ ঘরে ক্লিক করে জমির মালিকানার তথ্য/ দাগ নম্বর দিয়ে খুজুন। তাহলে অনলাইনে আপনার কাঙ্খিত খতিয়ানটি আপলোড করা থাকলে, তা দেখতে পাবেন।)

www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান

আর এস খতিয়ান যাচাই করতে, dlrms.land.gov.bd লিংকে ভিজিট করুন। তারপর টেবিল থেকে বিভাগ>জেলা>উপজেলা নির্বাচন করে খতিয়ানের ধরন “আর এস” সিলেক্ট করুন। শেষে মৌজা নং সিলেক্ট করে খতিয়ানের তালিকা থেকে আপনারটিতে ২ বার ক্লিক করুন।

ব্যাস, নতুন পেজে আপনার আর পর্চার রেকর্ড বিস্তারিতভাবে দেখতে পারবেন। সেখানে আপনার জমির ঠিকানা, উক্ত খতিয়ানের আওতাভুক্ত দাগ নম্বর সমূহ, ভোগ দখলকারী মালিকদের নাম, মোট জমির পরিমাণ ইত্যাদি বিষয় জানতে পারবেন।

বি আর এস খতিয়ান যাচাই

বি আর এস খতিয়ান হলো সর্বশেষ ও সবচেয়ে আপডেট ভূমি জরিপ। এটি যাচাই করতে dlrms.land.gov.bd সাইটে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করে, খতিয়ানের ধরন “বি আর এস” সিলেক্ট করুন। তারপর মৌজা নং দিলেই বি আর এস খতিয়ানের তালিকা পেয়ে যাবেন।

এভাবে খতিয়ানের তালিকা চলে আসলে আপনার খতিয়ানটিতে দুইবার ক্লিক করলেই বিস্তারিত তথ্য পেজ পেয়ে যাবেন। যদিও বাংলাদেশের সকল মৌজার বিআরএস খতিয়ান অনলাইনে এখনো আপলোড করা হয়নি। কারণ এই জরিপের কার্যক্রম এখনো চলমান রয়েছে। 

তাই অনলাইনে আপনার জমির বি আর এস খতিয়ানের তথ্য না পেলে, স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা, কিছুদিন অপেক্ষা করে আবার অনলাইনে অনুসন্ধান করতে পারেন।

ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান

ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান করতে, ভূমি মন্ত্রণালয়ের land.gov.bd সাইটে ভিজিট করুন। তারপর সেবার তালিকা থেকে “ভূমি রেকর্ড ও ম্যাপ” অপশনে ক্লিক করুন। নতুন অনুসন্ধান পেজে গেলে- জমির ঠিকানা ও খতিয়ানের ধরন সিলেক্ট করে ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান করা যাবে।

dlrms land gov bd ভূমি মন্ত্রনালয় খতিয়ান অনুসন্ধান

মূলত dlrms.land.gov.bd ওয়েবসাইট টি land.gov.bd সাইটেরই একটি অংশ। ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও ম্যাপ সম্পর্কিত সেবা সমূহ এই DLRMS সাইটের মাধ্যমে দেশের নাগরিকদেরকে সরবরাহ করা হয়।

নামজারি খতিয়ান অনুসন্ধান

নামজারি খতিয়ান অনুসন্ধান করতে, dlrms.land.gov.bd সাইটে গিয়ে ক্যাটাগরি থেকে নামজারি সিলেক্ট করুন। তারপর নিচের টেবিলের বিভাগ>জেলা>উপজেলা>মৌজা নং সিলেক্ট করলেই নামজারি খতিয়ানের তালিকা চলে আসবে। 

এরপর আপনার খতিয়ানটিতে ২ বার ক্লিক করুন। নতুন পেজে নামজারি খতিয়ানের মালিকানার তথ্য, দাগ নম্বর ও সর্বমোট জমির পরিমাণ জানতে পারবেন।

eporcha gov bd ই নামজারি খতিয়ান অনুসন্ধান

সাধারণত সকল জমির নামজারি খতিয়ান অনলাইনে পাওয়া যায় না। তাই আপনি যদি আপনার জমির নামজারি বা খারিজের আবেদন করে থাকেন, এবং আবেদন এপ্রুভ হয়ে খতিয়ান প্রস্তুত হয়। তারপরই কেবল নামজারি খতিয়ান অনুসন্ধান করে আমি বিস্তারিত তথ্য চেক করা যাবে।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

খতিয়ান তথ্য অনুসন্ধান করতে dlrms.land.gov.bd সাইটে গিয়ে, টেবিল থেকে জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন ও মৌজা সিলেক্ট করবেন। তারপর খতিয়ানের তালিকা ঘরের উপরে আপনার খতিয়ান নম্বর লিখে খুঁজুন। এভাবে আপনার খতিয়ান ঠিক খুঁজে পেলে, তাতে ২ বার ক্লিক করলেই খতিয়ানের তথ্য অনুসন্ধান করা যাবে।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

অন্যদিকে, দাগ নম্বরের তথ্য অনুসন্ধান করতে dlrms.land.gov.bd সাইটে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন ও মৌজা সিলেক্ট করুন। তারপর সর্বশেষ ঘরে ‘অধিকতর অনুসন্ধান’ লেখাতে ক্লিক করে দাগ নং লিখে খুঁজুন। তারপর খতিয়ানা ২ বার ক্লিক করে দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।

দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই

www land gov bd আর এস খতিয়ান ডাউনলোড

অনলাইনে dlrms.land.gov.bd সাইটে খতিয়ান অনুসন্ধান করার পর, সেই খতিয়ানের অনলাইন কপি/ সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য, যাচাইয়ের পর তথ্য পেজ থেকে ‘ঝুড়িতে রাখুন’ বাটনে ক্লিক করুন।

তারপর উপরের ডানপাশের ‘ঝুঁড়ি’ আইকনে ক্লিক করে আবেদনের ধরন, খতিয়ানের ধরন ও আপনার জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে ‘চেকআউট করুন’। তারপর নতুন পেজ ওপেন হলে land.gov.bd সাইটে একটি নাগরিক অ্যাকাউন্ট রেজিস্টার/ লগইন করতে হবে। 

www land gov bd আর এস খতিয়ান ডাউনলোড

সর্বশেষে পেমেন্ট করার জন্য, আপনার-

  • সম্পূর্ণ নাম
  • চলমান মোবাইল নম্বর
  • জাতীয় পরিচয়পত্র নম্বর
  • একটি ইমেইল এড্রেস 
  • ঠিকানার তথ্য 

এগুলো দিয়ে বিকাশ/ নগদ/ রকেট/ উপায় ইত্যাদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে প্রাপ্ত পেমেন্ট রিসিটে খতিয়ান সরবরাহের তারিখ দেওয়া থাকবে।

উক্ত তারিখে আপনার দেওয়া ঠিকানায় উপস্থিত থেকে খতিয়ানের অনলাইন কপি/ সার্টিফাইড কপিটি সংগ্রহ করতে পারবেন। এভাবেই www land gov bd আর এস খতিয়ান ডাউনলোড করা যাবে। 

Eporcha Gov BD Khatian Search

To check e-porcha gov bd khatian,

  • Visit the dlrms.land.gov.bd site
  • Select Division>District>Upazila from the table
  • Select the survey type and mouza name
  • Then, find eporcha from the list and click twice
  • At last, you will find all the information of your Eporcha gov bd khatian.

If you do not find your Eporcha record in this way, then enter Khatian number at the top of the 6th cell. If you still don’t find your Khatian on the list, then click on ‘Odhikotor Onusondhan’ button below. After that, enter your ‘Dag Number’ or, Owner Name and click on the search button.

If the Khatian you have searched is uploaded on the server, you will find it. While you check the info page, you can add the Khatian record to cart and apply for its online copy/ certified copy. For this, you have to pay 100 bdt, using a mobile banking system.

খতিয়ানের জন্য আবেদন

e-Porcha Land Gov BD

e-Porcha Land Gov BD বলতে land gov bd ওয়েবসাইট থেকে eporcha অনুসন্ধান করাকে বুঝানো হয়েছে। মূলত বাংলাদেশি নাগরিকরা এভাবে লিখে খতিয়ান অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে জানতে চায়।

যাইহোক, ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট থেকে কিভাবে আপনার ই পর্চার রেকর্ড বা খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন, তা ইতিমধ্যেই উপরের আর্টিকেলে তুলে ধরা হয়েছে। আশাকরি সেখান থেকে বুঝতে পেরেছেন।

dlrms land gov bd খতিয়ান অনুসন্ধান

অনলাইনে খতিয়ান যাচাই করতে, dlrms.land.gov.bd সাইটে গিয়ে জমির ঠিকানা, খতিয়ানের ধরন ও জমির মৌজা সিলেক্ট করলেই খতিয়ানের তালিকা পাবেন। সেখান থেকে আপনারটিতে ২ বার ক্লিক করেই বিস্তারিত জানা যাবে।

অনলাইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জমির পর্চা বা খতিয়ান সম্পর্কিত যেই তথ্যসেবা প্রদান করা হয়, তাকে ই পর্চা বলা হয়। ই পর্চা বলতে ইলেকট্রনিক পর্চা বা ইন্টারনেট ভিত্তিক অনলাইন পর্চা সেবাকে বুঝানো হয়।

মূলত বাংলাদেশের ৪ ধরনের পর্চার রেকর্ড বেশি ব্যবহৃত হয়। এগুলো হলোঃ

  • বি আর এস পর্চা
  • আর এস পর্চা
  • সি এস পর্চা
  • এস এ পর্চা

এছাড়াও আরও কিছু পর্চার প্রকারভেদ রয়েছে, যা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবহৃত হয়। সেগুলো হলোঃ

  • মাঠ পর্চা
  • দিয়ারা খতিয়ান বা পর্চা
  • পেটি খতিয়ান বা পর্চা ইত্যাদি।

mutation.land.gov.bd হলো ভূমি মন্ত্রনালয়ের আওতাধীন একটি নাগরিক সেবা ভিত্তিক ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে একজন বাংলাদেশি নাগরিক তার জমির নামজারি/ খারিজ করার জন্য আবেদন করতে পারে ও আবেদনের অবস্থা জানতে পারে। এছাড়াও নামজারি সম্পর্কিত আরও বিভিন্ন প্রকার সুবিধা ভোগ করতে পারে এই অফিসিয়াল সাইটটি থেকে।

বাংলাদেশের ভূমি সেবা সম্পর্কিত সকল সেবাগুলোকে দেশের নাগরিকদের সুবিধার জন্য অনলাইনে প্রদান করতে ভূমি মন্ত্রনালয় কর্তৃক নিয়ন্ত্রিন হয় land.gov.bd সাইটটি। এটি বাংলাদেশের ভূমি সেবা সম্পর্কিত একটি সরকারি ও অফিসিয়াল ওয়েবসাইট।

এই সাইটের আওতায় ভূমি সেবা সম্পর্কিত আরও কিছু সাইট পরিচালিত হয়। সেগুলো হলোঃ dlrms.lang.gov.bd, mutation.land.gov.bd ইত্যাদি। পূর্বে এই সাইটটি eporcha.gov.bd সাইটের মাধ্যমে নাগরিক সেবা দিত। বর্তমানে তা পরিবর্তন করে dlrms land gov bd করা হয়েছে।

যাইহোক, land gov bd ভূমি সেবা বলতে, ভুমি মন্ত্রনালয়ের এই সাইটের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা সরবরাহ করাকেই বুঝানো হয়।

অনলাইনে eporcha gov bd check করার জন্য dlrms.land.gov.bd সাইটে ভিজিট করে, টেবিল থেকে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের নাম, মৌজা নং সিলেক্ট করে তালিকা থেকে আপনার খতিয়ানটি বাছাই করতে হবে। তারপর ২ বার ক্লিক করলেই e porcha check করে জমির রেকর্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ই-পর্চা সেবা পাওয়ার অফিসিয়াল বা সরকারি সাইট হলোঃ dlrms.land.gov.bd। এছাড়াও ই পর্চা সম্পর্কে বিভিন্ন প্রকার তথ্যমূলক সেবা পেতে আমাদের eporcha-bd.online সাইটটি ভিজিট করতে পারেন।

অনলাইন ই পর্চা পেতে ভূমি মন্ত্রনালয়ের আওতাধীন dlrms.land.gov.bd সাইটে ভিজিট করবেন। তারপর জমির ঠিকানা ও খতিয়ানের তথ্য দিয়ে অনলাইনে ই পর্চা যাচাই করতে পারবেন এবং সার্টিফাইড কপির জন্যও আবেদন করতে পারবেন।

জমির পর্চা রেকর্ড অনুসন্ধান করার জন্য dlrms land gov bd সাইটে যাবেন। তারপর সার্ভে খতিয়ানের টেবিল থেকে বিভাগ>জেলা>উপজেলা>পর্চার ধরন>মৌজা নং সিলেক্ট করে খতিয়ানের তালিকা পাবেন। সেখানে আপনার টিতে ২ বার ক্লিক করলেই জমির পর্চার বিস্তারিত রেকর্ড দেখাবে।

অনলাইনে খতিয়ান চেক করতে,

  • জমির ঠিকানার তথ্য – বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার নাম
  • কাঙ্খিত খতিয়ানের ধরন (RS, BRS, CS, SA)
  • খতিয়ান নং/ দাগ নম্বর/ ভোগ-দখলকারীর নাম

এই তথ্যগুলো প্রয়োজন হয়।

অনলাইনে eporcha gov bd খতিয়ানে অনুসন্ধান করে একটি খতিয়ানের সঠিক তথ্য বিস্তারিতভাবে জানা যায়। তাই জমি সম্পর্কিত বিভিন্ন প্রকার প্রয়োজনে ই পর্চা খতিয়ান নামক ডকুমেন্টটি অত্যন্ত জরুরী হিসেবে বিবেচিত হয়।

eporcha dlrms land gov bd question image/ icon
ই পর্চা খতিয়ান অনুসন্ধান - eporcha gov bd - dlrms land gov bd

Tags: ই পর্চা খতিয়ান অনুসন্ধান, eporcha gov bd, dlrms land gov bd, mutation land gov bd, আর এস খতিয়ান অনুসন্ধান।